জাবির ৪ জন শিক্ষার্থী পেলেন 'বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড'
প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন | শিক্ষা
মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি):
‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার জন শিক্ষার্থী।
গত রবিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সার্টিফিকেট ও ক্রেস্ট গ্রহণ করেন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিতরা।
এর আগে গত ১৯ মে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপ-পরিচালকের দপ্তরের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবদুন নূর মুহাম্মদ আল ফিরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এবারের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২২’ প্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর পর্যায়ে ১৬ টি অধিক্ষেত্রে অধ্যায়নরত শিক্ষার্থীদের উন্মুক্ত আবেদনের প্রেক্ষিতে প্রতিযোগিতার মাধ্যমে ২২ জন মেধাবী শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হলো।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অ্যাওয়ার্ড প্রাপ্ত চার শিক্ষার্থী হলেন মাহবুবা বিনতে মোহাম্মদ (দর্শন বিভাগ), নিশাত রায়হানা ঈশিতা (রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস), মুনিয়া তাহসিন (ভূগোল ও পরিবেশ বিভাগ) এবং রুবাইয়াত ইবেন নবী (চারুকলা বিভাগ)।
বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীগন গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সাক্ষাৎকালে উপাচার্য তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

